বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে স্থায়ী প্রভাষক ৪ জন, অস্থায়ী প্রভাষক ১ জন, নৃবিজ্ঞান বিভাগে স্থায়ী প্রভাষক ৪ জন, সরকার ও রাজনীতি বিভাগে স্থায়ী সহকারী অধ্যাপক ১ জন,

স্থায়ী প্রভাষক ২ জন, আইন ও বিচার বিভাগে অস্থায়ী সহকারী অধ্যাপক/ প্রভাষক ১ জন, স্থায়ী প্রভাষক ৩ জন এবং পদার্থবিজ্ঞান বিভাগে স্থায়ী প্রভাষক হিসেবে ৩ জনকে নিয়োগ দেয়া হবে।

জাতীয় বেতনস্কেল অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে ৩৫,৫০০/- ৬৭,০১০/ টাকা এবং প্রভাষক পদে ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

যোগ্য প্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আবেদন করতে পারবে। আবেদন করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিস্তারিত দেখুন-

 

জাবি উপাচার্য হিসেবে পুনর্নিয়োগ পেলেন ড. ফারজানা

দ্বিতীয় মেয়াদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

গতকাল সকালে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

লিখিত প্রজ্ঞাপন এখনো হাতে না পেলেও পুনঃনিয়োগ পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান তাকে অভিনন্দন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ফারজানা ইসলাম।

 


Comments