শরীয়তপুরের সদর উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে চোখ উপড়ে হত্যা করা হয়েছে।


শুক্রবার রাত ২টার দিকে উপজেলার পূর্ব চরোসোন্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন খান (৪০) পাশের ডামুড্যা উপজেলার দশমনতারা গ্রামের বাসিন্দা।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) গুলজার আলম জানান, উপজেলার পূর্ব চরোসোন্দি গ্রামে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়।

ওই ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

ওই ব্যক্তির দুটি চোখ ওপড়ানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল।

ঘটনাটির তদন্ত চলছে বলে জানান এসআই।

 


Comments