বাঁদরের বাদরামিতে পথে বসলেন পর্যটক। খেলার ছলে পর্যটকের কাছ থেকে মানিব্যাগ কেড়ে নিয়ে ভিতরে থাকা সব টাকা ফেলে দেয় বাঁদরটি।
আর সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন অন্য পর্যটকরা।
সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর তা ভাইরাল হয়েছে।
চীনের ঝেচুয়ান প্রদেশের ইমেই পর্বতে ঘুরতে গিয়েছিলেন ওই পর্যটক।
সেখানে এক বাঁদর তার কাছ থেকে টাকার ব্যাগ কেড়ে নেয় এবং ব্যাগের ভিতরের সমস্ত নথিপত্র ঘাঁটতে থাকে।
ব্যাগে খাওয়ার উপযোগী কোনো কিছু না পেয়ে ব্যাগে রাখা সমস্ত টাকা উড়িয়ে দেয় বাঁদরটি।
এই দৃশ্য অন্য পর্যটকরা ক্যামেরায় ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। ওই পর্যটক ব্যাগ ফেরত পাওয়ার জন্য চিৎকার করলেও কোন লাভ হয়নি।
ব্যাগ থেকে টাকা ফেলে দেয়ার পর ব্যাগটি নিচে ফেলে দেয় সেই বাঁদর।
ব্যাগটি ওই পর্যটক কুড়াতে যাওয়ার আগেই আরেকটি বাঁদর এসে ব্যাগটি নিয়ে যায়।
শুধু টাকা নয়, টাকার ব্যাগও খোয়াতে হয় পর্যটককে।