রাশিয়ায় একটি টেলিভিশন টকশো চলাকালে ইউক্রেন যুদ্ধ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সঞ্চালক অতিথির ওপর চড়াও হন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাশিয়ার এনটিভিতে সম্প্রচারিত ওই টকশোতে ইউক্রেন বিশেষজ্ঞ দিমিত্রি সুভরভ ইউক্রেনের ডনবাস যুদ্ধ নিয়ে আবেগপূর্ণ বক্তৃতা দিচ্ছিলেন। এ সময় অন্য এক অতিথি ডনবাসে এখনও অনেক শিশু মারা যাচ্ছেন বলে দাবি করেন।


একপর্যায়ে সুভরভ প্রতিপক্ষকে গালি দিয়ে তাকে তার দাবির পক্ষে ছবি দেখাতে বলেন। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক আনদ্রেই নরকিন সুভরভের দিকে তেড়ে যান।

সুভরভও লাফিয়ে উঠে চশমা খুলে ঘুষি পাকিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এরপর দু’জন হাতাহাতি শুরু করেন।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সুভরভের ধাক্কায় নরকিন মেঝেতে পড়ে যাচ্ছিলেন।

সুভরভের পাশে মাইক্রোফোন হাতে বসে থাকা এক নারী সরে যাওয়ার চেষ্টার সময় নরকিনের পায়ে বেধে পড়ে যান। নরকিনের সহ-সঞ্চালক ওলগার বেলোভা সহকর্মীর পক্ষেই কথা বলেন।

তিনি বলেন, ‘সুভরভ বর্বরের মতো আচরণ করেছেন। সেখানে এর বাইরে আর কিছুই হওয়ার ছিল না। দুর্ভাগ্যজনকভাবে আমি একজন নারী, তাই আমি তাকে আঘাত করতে পারিনি।’

শো’র অন্যান্য ক্রু ও অতিথিরা প্রথমে ভড়কে গেলেও পরে দু’জনকে আলাদা করে দেন। হাতাহাতির এই ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যে ভিডিওটি দেড় লাখ বার দেখা হয়েছে।

 


Comments