যুক্তরাষ্ট্রের এক সামরিক ঘাঁটিতে চিঠির খাম খোলার পর সেনাসহ ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনস্থ এক সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে।

ওই খামে ‘অজানা পদার্থ’ ছিল বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে মার্কিন মেরিন এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন মেরিন কোর জানায়, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে জয়েন্ট বেস মায়ার-হেন্ডারসন হল-এ খামটি গ্রহণ করা হয়। এ ঘটনার পর ভবনটি ছেড়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, চিঠির খামটি গ্রহণ করার কিছুক্ষণের মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়েন।

এর মধ্যে তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, তিনজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, তাদের হাত ও মুখে জ্বালাপোড়ার অনুভূতি হয়েছে।

মার্কিন মেরিন কোরের মুখপাত্র মেজর ব্যারিন ব্লক বলেন, ‘এটিকে সন্ত্রাসী হামলা বলা যায় কি-না, তা এখন বলা যাবে না। এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

সূত্র: এএফপি

 


Comments