জীববিজ্ঞান দ্বিতীয় পত্র
যকৃতে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ সৃষ্টিকে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস বলা হয়
তৃতীয় অধ্যায়ঃ পরিপাক ও শোষণ
১। গলবিলে উন্মুক্ত হয় না কোনটি?
ক) শ্বাসনালি খ) অনুনালি
গ) ইউস্টেশিয়ান নালি
ঘ) উইর্সাং নালি
২। টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে?
ক) পাকস্থলী খ) লালাগ্রন্থি
গ) যকৃৎ ঘ) অগ্ন্যাশয়
৩। অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়া—
ক) গ্লুকোনিওজেনেসিস
খ) গ্লাইকোজেনেসিস
গ) গ্লুকোজেনেসিস
ঘ) গ্লাইকোলাইসিস
৪। শর্করা যকৃতে সঞ্চিত হয়—
ক) গ্লুকোজরূপে খ) গ্লিসারলরূপে
গ) গ্লাইকোজেনরূপে
ঘ) সেলুলোজরূপে
৫। যকৃৎ গ্লুকোনিওজেনেসিস (Gluconeogenesis) প্রক্রিয়ায় কোন উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়?
ক) অ্যামিনো এসিড ও গ্লিসারল
খ) গ্লিসারল ও ফ্যাটি এসিড
গ) ফ্যাটি এসিড ও গ্লাইকোজেন
ঘ) গ্লাইকোজেন ও অ্যামিনো এসিড
৬। ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথায়?
ক) পাকস্থলীতে খ) যকৃতে
গ) অগ্ন্যাশয়ে ঘ) ক্ষুদ্রান্ত্রে
৭। পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে?
ক) লালাগ্রন্থি খ) পাকস্থলী
গ) যকৃত ঘ) অগ্ন্যাশয়
চিত্রটি লক্ষ করো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
৮। উদ্দীপকের ‘B’ চিহ্নিত অঙ্গে কোন জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম থাকে?
i. শর্করা ii. আমিষ
iii. স্নেহ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৯। ‘অ’ চিহ্নিত অঙ্গটি নানাবিধ শারীরবৃত্তীয় কাজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ—
i. গ্লাইকোজেন সঞ্চয় করে
ii. তাপ উৎপাদন করে
iii. কোলেস্টেরল উৎপাদন করে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১০। শর্করাজাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন—
i. ইনসুলিন ii. গ্লুকোকর্টিকয়েড
iii. থাইরক্সিন
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১১। উদ্দীপকের চিত্রটি—
ক) পাকস্থলীয় প্রস্থচ্ছেদ
খ) ক্ষুদ্রান্ত্রের প্রস্থচ্ছেদ
গ) অগ্ল্যাশয়ের অনুচ্ছেদ
ঘ) যকৃতের অনুচ্ছেদ
১২। উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) খাদ্য সাময়িকভাবে জমা রাখে
খ) খাদ্যকে অম্লীয় ভাবাপন্ন করে
গ) খাদ্য পরিশোষণে সহায়তা করে
ঘ) খাদ্যস্থিত ভিটামিন A ও D সঞ্চিত রাখে
উদ্দীপকটি থেকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক বললেন যে, পরিপাকতন্ত্রে এমন একটি অঙ্গ আছে, যা HCl ক্ষরণ করে খাদ্য পরিপাকে সাহায্য করলেও নিজে কখনো পরিপাক হয় না।
১৩। উদ্দীপকের অঙ্গটি কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক) অকুলোমোটর খ) অপথ্যালমিক
গ) গ্লসোফ্যারিঞ্জিয়াল
ঘ) ভেগাস
১৪। উদ্দীপকের অঙ্গের কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়?
ক) অক্সিনটিক কোষ
খ) মিউকাস কোষ
গ) আর্জেন্টাফিন কোষ
ঘ) জাইমোজেনিক কোষ
১৫। মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
১৬। অ্যাপেনডিক্স অঙ্গটি যুক্ত থাকে—
i. সিকাম ii. রেকটাম
iii. বৃহদান্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৭। কোন স্তরে গবলেট কোষ থাকে?
ক) সেরোসা খ) মিউকোসা
গ) সাব-মিউকোসা
ঘ) মাসকিউলারিস মিউকোসা
চিত্রটি লক্ষ করো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৮। উল্লিখিত চিত্রটির ‘A’ অঙ্গের অন্তঃক্ষরা অংশ থেকে নিঃসৃত পদার্থ কোনটি?
ক) থাইরক্সিন খ) প্রোল্যাকটিন
গ) অ্যাড্রেনালিন ঘ) ইনসুলিন
১৯। প্রদর্শিত গ্রন্থিটির অন্তঃক্ষরা অংশ থেকে নিঃসৃত পদার্থের কাজ কী?
ক) রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে
খ) রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে
গ) রক্তে ক্যালসিয়ামের পরিমাণ হ্রাস করে
ঘ) রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে
২০। নিচের কোনটি মিশ্র গ্রন্থি?
ক) অগ্ন্যাশয় খ) লালাগ্রন্থি
গ) যকৃৎ ঘ) পিটুইটারি
২১। কোনটি মানবদেহের ল্যাবরেটরি বলা হয়?
ক) যকৃৎ খ) অগ্ন্যাশয়
গ) হৃিপণ্ড ঘ) ফুসফুস
২২। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম?
ক) রেনিন খ) টায়ালিন
গ) প্রোরেনিন ঘ) পেপসিম
২৩। ইনসুলিন নি:সৃত হয় কোথায় থেকে?
ক) অগ্ন্যাশয় খ) যকৃৎ
গ) পাকস্থলি ঘ) ক্ষুদ্রান্ত্র
উদ্দীপকটি থেকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রহিম সাহেব আরামপ্রিয় ব্যক্তি। তার উচ্চতা ১.৫ মিটার এবং ওজন ৬৫ কেজি।
২৪। উদ্দীপক অনুযায়ী রহিম সাহেবের BMI কত?
ক) ২০ খ) ২৩ গ) ২৮ ঘ) ৩২
২৫। তার জীবনচর্চায় কী পরিবর্তন করা উচিত?
i. নিয়মিত শরীরচর্চা ii. ভারী খাদ্য গ্রহণ iii. ঔষধ গ্রহণে সতর্কতা অবলম্বন
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
উত্তর মিলিয়ে নাও
১. ঘ ২. খ ৩. ক ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ক ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. খ।