শরীয়তপুরের গোসাইরহাট থেকে শহীদ খান নামের (৪০) এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের মৌলভীবাজারসংলগ্ন সিরাজ রাড়ীর পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা ওই ব্যবসায়ীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। লাশের পাশে ইয়াবা সেবনের আলামত পাওয়া গেছে।

গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের পূর্ব লাকাচুয়া গ্রামের মৃত মকদুম আলী খনের ছেলে শহীদ খান একই এলকার বাংলাবাজারে ফার্নিচারের ব্যবসা করেন।

বুধবার রাত ৯টায় শহীদ দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর আর রাতে বাড়ি ফেরেননি। বুধবার বেলা ১১টায় শহীদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে সামন্তসার মৌলভীবাজারসংলগ্ন সিরাজ রাড়ীর পুকুরপাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গোসাইরহাট থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গোসাইরহাট থানার ওসি মেহেদী মাসুদ বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


Comments