মঞ্চ ভেঙ্গে সাঈদ খোকনের অনুষ্ঠান পণ্ড

‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠানটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শোনার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেছে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ মঞ্চে উপস্থিত বাকি সবাই।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পরীবাগ নালিপাড়ায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কেউ আহত হননি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর এই ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা জানতে হাজির হয়েছিলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তবে হঠাত করেই মঞ্চ ভেঙ্গে পড়ে। আর মেয়র সাঈদ খোকনসহ মাঞ্চের সব অতিথি পড়ে যান।

এ ঘটনার পরে অনুষ্ঠান আর দীর্ঘায়িত করেননি। দুই-একটি প্রশ্ন নিয়েই তিনি অনুষ্ঠান শেষ করে দেন।

এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, আল্লাহর রহমতে আমাদের কারও কোনো ক্ষতি হয়নি।

সবাই ভালো আছেন।

 


Comments