মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৪২টি শুন্য পদে নিয়োগ পেতে দুই লাখ ১৭ হাজার ৯৬২ জন আবেদন করেছেন। অর্থাৎ প্রতি পদের বিপরীতে আবেদন পড়েছে ৯০০টি! এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে এসআই পদে। শূন্য থাকা ৯ এসআই পদে আবেদন করেছেনে ৭৮ হাজার ৮২ জন!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে অধিদপ্তরের ১২ ধরনের ২৪২টি শূন্য পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

আবেদন প্রক্রিয়া করা হয় অনলাইনে। সর্বমোট দুই লাখ ১৭ হাজার ৯৬২ জন আবেদন করেছেন। এর মধ্যে সর্বাাধিক আবেদন পড়েছে এসআই পদে ৭৮ হাজার ৮২টি।

এছাড়া অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকের ২৮টি পদের বিপরীতে ৫২ হাজার ৪০৩ জন, ১০১টি সিপাই পদে ৪১ হাজার ৮৮৮ জন, ৩০টি ওয়ারলেস অপারেটর পদে ২৯ হাজার ৬৪৬ জন, হিসাবরক্ষকের ১২ পদে তিন হাজার ৫৫৮ জন।

সহকারী প্রসিকিউটরের দুইটি পদে এক হাজার ৫৪৮ জন, গবেষণা তথ্য সংগ্রহকারীর একটি পদে ৬০৩ জন, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটরের চারটি পদে দুই হাজার ৫৬২ জন, ৪৬টি গাড়ি চালকের পদে তিন হাজার ১৮৭ জন, তিনটি টেলিফোন অপারেটর পদে তিন হাজার ৪৩৬ জন, নিরাপত্তা প্রহরীর চারটি পদে ৭৫৮ জন ও দুইটি পরিচ্ছন্নতা কর্মী পদে ২৯১ জন আবেদন করেছেন।

অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, তারা ভাবতেও পারেননি যে, ২৪২ টি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে।

তারা এখন এতো চাকরিপ্রত্যাশীর পরীক্ষা কীভাবে নেবেন তা নিয়ে চিন্তা-ভাবনা করছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন বলেন, আবেদনের শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি।

 


Comments