আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের গণরুমে র‌্যাগিংয়ে অসুস্থ হয়ে পড়েছে এক শিক্ষার্থী।


বুধবার গভীর রাতে শহীদ রফিক জব্বার হলে র‌্যাগিংয়ের এ ঘটনা ঘটে। কোমরে আঘাত পেয়ে অসুস্থ আজওয়াদ রহমান পরিবেশবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (৪৭ ব্যাচ)। সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্র জানায়, ৪৬তম ব্যাচের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাধন বিশ্বাস ও আইন ও বিচার বিভাগের তুরাগের অনুমতি ছাড়া গণরুমের শিক্ষার্থীদের চলাফেরা ও বাইরে যাওয়া নিষেধ। যে কোনো কাজের অনুমতির জন্য ০১৯৮০০৬৫৭৫১ ও ০১৭৭৯২১১৮১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়। এর ব্যত্যয় ঘটলে গণরুমের সবাইকে শাস্তি দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টায় ৪৬তম ব্যাচের পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের মুজতফা পাপ্পু, আইন ও বিচার বিভাগের তুরাগ, ভূতাত্ত্বিকবিজ্ঞান বিভাগের আব্দুর রাজ্জাক, ইংরেজি বিভাগে রাকিব, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মুন্সি শাহেদ ইভান, নৃবিজ্ঞান বিভাগের সাইদ আদনান ধ্রুবসহ ১৫-২০ জন গণরুমে শিক্ষার্থীরা প্রবেশ করে। রুমে ঢুকেই বিভিন্ন বিষয়ে ভুল ধরে নবীন শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা।

এ সময় গণরুমে থাকা ৩০ জন শিক্ষার্থীদের হাঁটুর নিচ দিয়ে কান ধরা, এক পায়ে দাঁড়ানোসহ বিভিন্ন রকম শাস্তি দেয়া হয়। একপর্যায়ে আজওয়াদসহ কয়েকজনকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে বলা হয়।

জানালায় ঝুলে থাকা অবস্থায় আজওয়াদ হঠাৎ নিচে পরে যায়। মেঝেতে রাখা স্টিলের ট্রাঙ্কের ওপর পড়ায় তার কোমরে প্রচণ্ড আঘাত লাগে। তাৎক্ষণিক মেডিকেল সেন্টারে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি ধামাচাপ দিতে ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা ভুক্তভোগী ও তার সহপাঠীদের ‘টয়লেটে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে’ বলার নির্দেশ দেয়।

ডাক্তার সে অনুযায়ী চিকিৎসা দিলে সুস্থ না হওয়ায় পরের দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।এ বিষয়ে র‌্যাগিংয়ের কথা স্বীকার করলেও আজওয়াদ অন্য কারণে অসুস্থ বলে দাবি করেন অভিযুক্ত শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে হলের প্রভোস্ট অধ্যাপক আবু দায়েন যুগান্তরকে বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত করতে আমরা হলে মিটিং ডেকেছি। ঘটনার খোঁজ নিয়ে দেখব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, ‘হলের অভ্যন্তরীণ বিষয়ে প্রোভোস্ট জানালে আমরা ব্যবস্থা নিতে পারব। এখন পর্যন্ত কেউ কিছু জানায়নি।

 


Comments