সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাহত হয়েছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া এক ছবিতে দেখা যায় হামলাকারী আগে থেকেই ড. মুহাম্মদ জাফর ইকবালের পেছনে দাঁড়িয়ে ছিল।

ছয়জন পুলিশ সদস্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে জাফর ইকবালকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার এই ঘটনা ঘটে।

হামলার পর তাকে সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হচ্ছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

বেদম মার খাওয়া হামলাকারী মুখ খুলছে না

নন্দিত কথাসাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবক এখনও মুখ খুলেনি।

হামলার পরপরই তাকে ধরে বেদম পিটুনি দেয় উপস্থিত শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ সেই হামলাকারীকে 'উদ্ধার' করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে 'ইইই ফেস্টিভ্যাল' এর আজকের রোবটিক প্রতিযোগিতা উপভোগ করছিলেন মুহাম্মদ জাফর ইকবাল। ওই সময়ই এই হামলার ঘটনা ঘটে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় হামলাকারী ওই যুবক আগে থেকেই মঞ্চে মুহম্মদ জাফর ইকবালের পেছনে দাঁড়িয়েছিল। একপর্যায়ে সে ছুরি দিয়ে জাফর ইকবালের মাথায় আঘাত করে।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী বলেন, এমন সময় জাফর ইকবালের পাশে পুলিশ কর্মীরাও ছিল। কিন্তু তারা এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে। হামলার সাথে সাথে মঞ্চে উপস্থিত অন্য শিক্ষকরা হামলাকারীকে আটকান।

এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই যুবককে ছিনিয়ে নিয়ে বেদম পিটুনি দেয়। বর্তমানে ওই যুবককে ক্যাম্পাসে শিক্ষা ভবনের ভেতর রাখা হয়েছে।

সেখানে হামলকারীকে বারবার প্রশ্ন করা হলেও কোনো জবাব মেলেনি। সে অনেকটা নির্জীব হয়ে পড়ে আছে। সন্ধ্যা ৭টার দিকে সেখানে একজন চিকিৎসককে প্রবেশ করতে দেখা গেছে। সেই যুবক মরার মত পড়ে আছে।

হামলা সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য এই যুবককে চিকিৎসা দেওয়ার পাশাপাশি জিজ্ঞাসাবাদ জারি থাকবে বলে জানিয়েছেন কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা।

জাফর ইকবালকে ঢাকার সিএমএইচে আনা হচ্ছে

ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ আনা হচ্ছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি গউসুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকাল ৫টার পরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জনপ্রিয় এই লেখক-অধ্যাপকের উপর হামলা হয়।

হামলার পর প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হচ্ছে।

 


Comments