সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দিলেন লঙ্কান সরকার।
আজ বুধবার সরকারি এক ঘোষণায় তিন দিনের জন্য ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকবে বলে জানানো হয়।
বৌদ্ধ তরুণের মৃত্যুর জের ধরে মুসলমানদের সঙ্গে সংঘাতে সূত্রপাত ঘটে। মঙ্গলবার জরুরি অবস্থা থাকলেও মসজিদ ও মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বৌদ্ধরা।
এই সহিংসতার ছড়িয়ে পড়ার পিছনে সোশাল মিডিয়ার বড় ভুমিকা রয়েছে বলে জানা যায়। সরকারের পক্ষ বলা হয়েছে, ফেইসবুকে মুসলিমদের ওপর আরও হামলার হুমকি সম্বলিত পোস্টের মাধ্যমে সহিংসতা বেগবান হয়।
উল্লেখ্য গত বছর থেকেই দেশটিতে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে উত্তেজনা বিরাজমান।
কিছু বৌদ্ধ গোষ্ঠী অভিযোগ করে আসছিল, লঙ্কার বৌদ্ধদের জোড়পূর্বক মুসলিম ধর্মে দিক্ষিত করে আসছে তারা।
আবার বৌদ্ধ পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো ভাংচুরের জন্যও তারা মুসলমানদের দায়ী করে আসছিল।
গতবছর মিয়ানমার থেকে মুসলমান রোহিঙ্গারা শ্রীলঙ্কায় গিয়ে আশ্রয় নিলে আপত্তি জানায় কিছু বৌদ্ধ জাতীয়তাবাদী গোষ্ঠী।