বিশ বছর ধরে একনাগাড়ে পবিত্র কোরআনের তাফসির সম্মেলন করে যাচ্ছে মৌলভীবাজারের একটি ক্লাব।

এবার একুশের প্রস্তুতি শুরু হয়েছে।

শহরতলির দুর্লভপুর ইউনাইডেট ক্লাবের এ আয়োজনে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। নসিহত করেন দেশের খ্যাতিমান মুফতি-মুফাসসির ও শায়খুল হাদিসরা।

সদ্য সমাপ্ত ৩ দিনের মহা-সম্মেলনে প্রায় অভিন্ন সুরে তারা উগ্রবাদ-চরমপন্থার নিন্দা জানান। ইসলামের নামে সব ধরনের হিংস্রতা-সহিংসতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন।

বক্তা-শ্রোতারা দুনিয়ার মজলুমদের জন্য প্রার্থনাও করেন। সেখানে শিরক, বিদআ’ত থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস, গুম-খুন, মানবতাবিরোধী অপরাধসহ দেশের সমসাময়িক পরিস্থিতিও আলোচনা থেকে বাদ যায়নি।

বলা হয়- সামাজিক অশান্তির মূল কারণ মানুষের মৌলিকত্ব তথা নৈতিক শিক্ষা থেকে বেমালুম দূরে সরে যাওয়া। সমাজে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় দ্বীনি তথা নৈতিক শিক্ষার তাগিদ দেন আলেমেদ্বীনরা।

উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধিরা জানান, ২০তম আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী অংশ নেন। মূলত দুর্লভপুর গ্রামবাসী এবং এ এলাকায় শিকড় রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য প্রবাসীরাই মেগা এই আয়োজনের প্রাণশক্তি।

 


Comments