আকাশে অবিকল ঘোড়ার ক্ষুরের আকৃতির মেঘ। এমন আশ্চর্য আকৃতির মেঘ দেখে যে কেউই অবাক হয়ে যাবেন। অনেকে ভাবতে পারেন ফোটোশপে করা
কোনও কারসাজিতেই হয়তো বানানো হয়েছে এই ‘নকল’ মেঘ। কিন্তু ঘটনা হল, তেমনটা মোটেই নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য নেভাডার আকাশে সত্যিই দেখা মিলেছে এমন মেঘের। তবে নিঃসন্দেহে এই ধরনের আকৃতির মেঘ অত্যন্ত বিরল।
জানা যাচ্ছে, ‘দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস ইন এলকো’র তরফ থেকে টুইট করা হয় এই মেঘের ছবি। ছবিটি তুলেছেন জনৈক ক্রিস্টি গ্রিমস।
স্বাভাবিক ভাবেই এমন একটা ছবি দেখে কল্পনাবিলাসী মানুষরা বলতে শুরু করেছেন এ নিশ্চয়ই ভিনগ্রহীদের কারসাজি। হয়তো এটা তাদেরই মহাকাশযান বা ইউফো। যদিও সেই সংস্থার পক্ষে স্পষ্ট জানানো হয়েছে, এমন মেঘ কী করে সৃষ্টি হয়।
তারা জানাচ্ছে, আসলে হাওয়ার ওলট পালটই এর জন্য দায়ী। বাতাসের ঘূর্ণির ফলেই এমন অশ্বক্ষুরাকৃতি মেঘের দেখা মেলে আকাশে।
তবে নেভাডার আকাশে এমন মেঘ দেখে সেখানকার অনেকে আবার একে সৌভাগ্যের প্রতীক বলে ভাবছে।
তাদের ধারণা, যারা ওই মাটি থেকে ওই আশ্চর্য মেঘকে প্রত্যক্ষ করেছে, তারা বিশেষ সৌভাগ্যের অধিকারী হবে।