ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপককে বিভাগীয় চেয়ারম্যানের মারধরের অভিযোগ উঠেছে। চেয়ারম্যানের কক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ সময় অন্য শিক্ষকরা হামলার শিকার শিক্ষককে চেয়ারম্যানের কক্ষ থেকে বের করে আনেন।

পরে ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন ওই শিক্ষক।  এর সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে অনিবার্য কারণ দেখিয়ে বিভাগের সব ক্লাস বাতিল এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে।

হামলাকারী শিক্ষকের নাম অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম এবং হামলার শিকার শিক্ষক হলেন সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

অভিযোগপত্রে ড. আনোয়ারুল উল্লেখ করেন যে, সন্তানের অসুস্থতার কারণে গত ১২ মার্চ বিভাগের একাডেমিক কমিটির সভায় তিনি আসতে পারেননি।

বিষয়টি আগের দিন রাতে চেয়ারম্যানকে জানানো হয়। চেয়ারম্যান তাকে আসতে বললেও আমি তার কথা রাখতে পারিনি।

পরের দিন ক্লাস নিতে এলে চেয়ারম্যান তাকে গালিগালাজ করেন। মঙ্গলবার বিকালে যখন তিনি সান্ধ্যকালীন প্রোগ্রামের ক্লাস নিচ্ছিলেন তখন স্টাফ দিয়ে চেয়ারম্যান তাকে কক্ষে ডেকে নিয়ে মারধর করেন।

হামলার শিকার শিক্ষক বলেন, চেয়ারম্যান তাকে ফের একাডেমিক কমিটির মিটিংয়ে আসতে না পারার কারণ জানতে চান। ফের গালিগালাজ করেন এবং দরখাস্ত দিতে বলেন। আমি ছুটির ফরম জমা দেব জানালে সহকর্মীদের সামনেই চেয়ারম্যান শার্টের কলার ধরে তাকে ধাক্কা দেন।

এ সময় সহকর্মীরা চেয়ারম্যানকে আটকানোর চেষ্টা করেন। পরে সহকর্মীরা চলে গেলে তাকে উপর্যুপরি লাথি ও ঘুষি মারতে থাকেন চেয়ারম্যান মেজবাহ।

ড. মুহাম্মদ মেজবাহ বলেন, ‘অভিযোগ সত্য নয়। ভুল বোঝাবুঝির অবসানে আমরা ডিন অফিসে বসেছি। উপাচার্যও আমাদের ডেকেছেন। বিষয়টি সমাপ্তির দিকে যাচ্ছে।’

 


Comments