রসায়ন প্রথম পত্র

গুরুত্বপূর্ণ সমীকরণ, সূত্র ও ফর্মুলা

বইয়ের বিভিন্ন অধ্যায়ে সমীকরণ, সূত্র ও ফর্মুলার সংখ্যা কম না। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ—

পল-বুঙ্গি ব্যালান্সের জন্য রাইডার দ্রুবক, সারটোরিয়াস ব্যালান্সের জন্য রাইডার দ্রুবক, কোনো যৌগের শতকরা পরিমাণ দেওয়া থাকলে সে ক্ষেত্রে মোলার ঘনমাত্রা নির্ণয়, n-তম কক্ষপথের ব্যাসার্ধ, n-তম কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি, n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা, আরহেনিয়াসের সমীকরণ, অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে pH, অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে pH, হেসের সূত্র, অস্ওয়াল্ডের লঘুকরণ সূত্র ইত্যাদি।

গুরুত্বপূর্ণ টপিকস

► প্রথম অধ্যায় : বিষাক্ত বিকারকের বিকল্প উপাদান, রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহার সতর্কতা (সাংকেতিক চিহ্নসহ), হ্যাজার্ড, ম্যাক্রো, মাইক্রো ও সেমিমাইক্রো বিশ্লেষণ পদ্ধতি, ফাস্ট এইড বক্স, প্রাইমারি ও সেকেন্ডারি পদার্থ। [এ অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসার সম্ভাবনা আছে]

► দ্বিতীয় অধ্যায় : রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল, আউফবাউ নীতি, হুন্ডের নীতি, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, অরবিট, অরবিটাল, বর্ণালি রেঞ্জ, বর্ণালির ব্যবহার, ক্রোমাটোগ্রফি, আয়ন শনাক্তকরণ— Cu2+,Ca2+,Na+,NH4+।

► তৃতীয় অধ্যায় : সংকরায়ন, ফাজানের নীতি সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও প্রয়োগ, আয়নিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, গ্রুপ ও পর্যায়ভিত্তিক পর্যায়বৃত্ত ধর্ম, পোলারায়ন, হাইড্রোজেন বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন।

► চতুর্থ অধ্যায় : তাপমাত্রা ও চাপের প্রভাব, একমুখী বিক্রিয়া ও উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, প্রভাবকের বৈশিষ্ট্য-প্রকারভেদ-উদাহরণ-কার্যনীতি, হেসের সূত্রের মূলনীতি, বাফার ক্রিয়া কৌশল, এনথালপি সম্পর্কিত গণিত, প্রশমন বিক্রিয়া, pH নির্ণয়, সাম্যাবস্থার শর্ত, এসিডের শক্তিমাত্রা, ক্ষারের শক্তিমাত্রা।

► পঞ্চম অধ্যায় : ভিনেগার উৎপাদনের কৌশল, খাদ্য সংরক্ষণের গুরুত্ব, খাদ্য কৌটাজাতকরণের পদ্ধতি, প্রিজারভেটিভস, টয়লেট ক্লিনার ও গ্যাস ক্লিনার—উপাদান, কার্যকারিতার পার্থক্য, ক্রিয়াকৌশল; মাখন, ঘি প্রস্তুত ইত্যাদি।

রসায়ন দ্বিতীয় পত্র

► জ্ঞানমূলক প্রশ্ন (সংজ্ঞা)

১. এসিড বৃষ্টি ২. মোল ভগ্নাংশ ৩. বাস্তব গ্যাস ৪. আদর্শ গ্যাস ৫. কার্বোক্যাটায়ন ৬. পরম শূন্য তাপমাত্রা ৭. বয়েলের সূত্র ৮. চার্লসের সূত্র ৯. PMS বেগ ১০. BOD

১২. বিভিন্ন এককে জ এর মান ১৩. CFC ১৪. আদর্শ গ্যাসের জন্য গতীয় সমীকরণ ১৫. নিঃসরণ ১৬. ব্যাপন ১৭. SATP ১৮. অনুবন্ধী অম্ল ১৯. অনুবন্ধী ক্ষারক ২০. STP

২১. TDS ২২. COD ২৩. ইলেকট্রোফাইল ২৪. ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ২৫. কার্বানায়ন ২৬. ফরমালিন ২৭. লুকাস বিকারক ২৮. পেপটাইড বন্ধন ২৯. প্লাস্টিসিটি ৩০. কার্যকরীমূলক

৩১. নাইলন ৩২. রেসিমিক মিশ্রণ ৩৩. এনানসিওমার ৩৪. কাইরাল কার্বন ৩৫. ক্যাটিনেশন ৩৬. ডায়াজোকরণ ৩৭. টিএনটি ৩৮. বিয়ার ল্যাম্বার্ট সূত্র ৩৯. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ৪০. আয়োডোমিতি

৪১. প্রমাণদ্রবণ ৪২. জারণ সংখ্যা ৪৩. নির্দেশক ৪৪. বসভ ৪৫. ফ্যারাডে ধ্রুবক বা এক ফ্যারাডে ৪৬. প্রমাণ তড়িত্দ্বার বিভব ৪৭. ফুয়েল সেল ৪৮. ফ্যারাডের প্রথম সূত্র ৪৯. লবণ সেতু ৫০. নির্দেশক তড়িত্দ্বার

৫১. তড়িৎ রাসায়নিক কোষ ৫২. ন্যানো পার্টিক্যাল ৫৩. কাচ ৫৪. সিরামিক ৫৫. ন্যানো প্রযুক্তি ৫৬. ইটিপি ৫৭. ওয়াটার গ্যাস ৫৮. প্রডিউসার গ্যাস।

► অনুধাবনমূলক প্রশ্ন

১. HCO3 উভধর্মী পদার্থ কেন?

২. BF3 কে লুইস অম্ল বলা হয় কেন?

৩. বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম কেন?

৪. দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক শক্তিশালী হয় কেন?

৫. পানির স্থায়ী খরতার কারণ।

৬. AlCl3 একটি অম্ল—ব্যাখ্যা করো।

৭. পানির BOD-এর মান ৫০ ppm বলতে কী বোঝো?

৮. অ্যামোনিয়া লুইস ক্ষারক—ব্যাখ্যা করো।

৯. Hcl অপেক্ষা NH3 এর ব্যাপন হার বেশি কেন?

১০. CFC কিভাবে ওজোনস্তর ক্ষয় করে?

১১. কোনো নমুনায় BOD অপেক্ষা COD এর মান বেশি হয় কেন?

১২. H2O একটি উভধর্মী পদার্থ—ব্যাখ্যা করো।

১৩. ৬৪ম অক্সিজেন গ্যাসের জন্য ভাণ্ডারওয়াল সমীকরণ লেখো।

১৪. H2O একটি উভধর্মী পদার্থ—ব্যাখ্যা করো।

১৫. ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ কেন?

১৬. ইথান্যাল অ্যালওল ঘনীভবন বিক্রিয়া দেয় কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দেয় না কেন?

১৭. NH3 ও CH3-NH2 এর মধ্যে কোনটির ক্ষারকত্ব বেশি এবং কেন?

১৮. অ্যালকাইন অম্লীয়—ব্যাখ্যা করো।

১৯. মিথানল ও মিথান্যাল সমগোত্রক নয়— ব্যাখ্যা করো।

২০. ল্যাকটিক এসিড আলোক সমানুক ব্যাখ্যা করো।

 


Comments