প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনা ফাঁস হওয়ার পরপরই সারা বিশ্বে বিশেষত হলিউড সিনেমার অভিনেত্রীরা যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির একের এক ঘটনা প্রকাশ করতে থাকেন টুইটারে, মিটু হ্যাশ ট্যাগে।
হলিউড থেকে শুরু হওয়া সেই ‘ওপেন সিক্রেট’-এর ঝড় আলোড়ন তোলে বলিউডেও, প্রশ্ন উঠেছে কাস্টিং কাউচ নিয়ে।
অভিযোগ রয়েছে, বলিউডেও কাজের বিনিময়ে অনেক সময় প্রযোজক-পরিচালক বা নায়করা অন্যায় সুবিধা চেয়ে থাকেন।
এ বিষয়ে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে পুরো ভারতজুতে বিশেষত দেশটির সিনেমাপাড়ায়। এ নিয়ে এবার মুখ খুললেন ইলিয়ানা ডিক্রুজ। রেড ছবির প্রচারণায় তিনি বলেন, “আমি ভয় পেয়েছি, এমনটি আপনাদের মনে হতে পারে।
আমি এটা বিশ্বাস করি, কাস্টিং কাউচ বিষয়ে খোলাখুলি কথা বললে অভিনয়ের ইতি টানতে হবে পারে।”
সুতন্বী এই নায়িকা আরও বলেন, “এটি সত্যিই ঠিক। প্রথম সারির কোনও অভিনেতা এ ধরনের ঘটনায় ফাঁসতে হলে, মুখ কিন্তু প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদেরই খুলতে হবে।”
নামিদামি তারকাদের দাবি মেনে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়ালে কাজ মেলে না, এ ধরনের অভিযোগ বলিউডে নতুন কিছু নয়।
চতুর্থ স্বামীই হবেন জোলির জীবনের শেষ পুরুষ
একে একে তিনটি বিয়ে করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। সব বিয়েই গড়িয়েছে বিচ্ছেদে। তাই এবার বেশ সতর্ক তিনি। চতুর্থ স্বামীই হবেন তার জীবনের শেষ পুরুষ।
হলিউড সুন্দরী চতুর্থ স্বামী হিসেবে এক ব্রিটিশ ধনকুবেরকে বেছে নিয়েছেন। তবে তার পরিচয় এখনও খোলাসা করেননি।
পাপারাজিরা পিছু নিলেও জোলির নতুন বরকে এখনব দেখেননি। কারণ আজ পর্যন্ত জোলি নতুন বরের সঙ্গে প্রকাশ্যে কোথাও যাননি।
তবে ঘনিষ্ঠদের জোলি বলেন, যত শিগগির সম্ভব চতুর্থ বিয়ে সেরে ফেলতে চান। এ জন্য তৃতীয় স্বামী অভিনেতা ব্রাড পিটের সঙ্গে বিচ্ছেদের যাবতীয় আইনি কর্মকাণ্ড সেরে ফেলতে চাইছেন।
জোলির বিয়ের ঘটকালি করেছেন হলিউড তারকা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি। তিনিই জোলির সঙ্গে সেই ব্রিটিশ বিলিওনিয়ারের পরিচয় করিয়ে দেন।
জোলির চ্যারিটি কার্যক্রমের অংশ হিসেবে দুজনের মধ্যে পরিচয় হয়েছিল। কারণ ওই ব্রিটিশ বিলিওনিয়ারও শরণার্থীদের নিয়ে কাজ করছেন। সেই পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে।
জোলি ঘনিষ্ঠ মহলে বলেছেন, বিয়ের পর লন্ডনেই ছেলেমেয়েদের নিয়ে স্থায়ীভাবে থাকতে চান। এই চতুর্থ স্বামীই হবেন জীবনের শেষ পুরুষ।