৩৬তম বিসিএসে ক্যাডার পাননি এমন ৯৮৫ জনকে নন-ক্যাডারে (দ্বিতীয় শ্রেণি) সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ বৃহস্পতিবার পিএসসির লাইব্রেরিয়ান (জনসংযোগ কর্মকর্তা) হেলেনা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণি পদের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে শূন্য পদ পূরণের জন্য বিসিএসের মেধাক্রম থেকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

ফলাফল পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দ্বিতীয় শ্রেণির নিয়োগের তালিকা প্রকাশ করা হবে।

এতে ৩১ ধরনের পদ রয়েছে। এর আগে সম্প্রতি ২৮৪ জনের প্রথম শ্রেণির পদের তালিকা প্রকাশ করে পিএসসি।

পিএসসির চেয়ারম্যান মোহম্মদ সাদিক বলেন, নন-ক্যাডারে ৩ হাজার ৩০৮ জন প্রার্থীর মধ্যে ২ হাজার ৬৫০ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদের জন্য আবেদন করেছেন।

 


Comments