ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় ২৯ মার্চ ২০১৮ তে। রাজধানী ঢাকার বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন হল নবরাত্রিতে অনুষ্ঠিত হয় এই কনভোকেশন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমুহের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ।

রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতেই বলেন, কনভোকেশনে এসে আমার মনটাই খারাপ হয়ে গেল। মোট উপস্থিতির শতকরা ৩০ ভাগ মেয়ে। তারমানে ছেলেদের সংখ্যা শতকরা সত্তর ভাগ।

গোল্ড মেডেল দিলাম পাঁচটা। তারমধ্যে চারটাই পেল ছাত্রীরা। সংখ্যায় কম হয়েও গোল্ড মেডেলে তারাই এগিয়ে গেল।

আর একমাত্র ছেলেটি গোল্ড মেডেল পেয়ে আমাদের পুরুষকুলের ইজ্জ্বত রক্ষা করল। এর জন্য ওকে জানাই বিশেষ শুভেচ্ছা।

রাষ্ট্রপতি হাসিরছলে আরও বলেন, মেয়েরা এগিয়ে যাচ্ছে দেখে আমার তেমন খারাপ লাগে না। আমরা তো চাই তারা আরও এগিয়ে যাক।

তিনি আরও বলেন, আমাদের যেন পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন করতে না হয়। নারী নির্যাতন আইন তো আছে।

রাষ্ট্রপতির এরকম সাদাসিধে কথাবার্তায় নবীন গ্রাজুয়্যেটরা তুমুল করতালি প্রদান করে।

বিশ্ববিদ্যালয়টি তাদের বিভিন্ন অনুষদের ২০১৪-২০১৭ সাল পর্যন্ত উত্তীর্ন গ্রাজ্যুয়েটদের আজ ডিগ্রী প্রদান করে।

রাষ্টপতি তার বক্তব্যে দেশের সাম্প্রতিক কালের প্রশ্ন ফাঁস নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন।

একশ্রেনীর অভিবাবকদের তিনি সমালোচনা করেন যারা নিজ সন্তানের জন্য প্রশ্নক্রয় করেন ও পরীক্ষার সময় নকল সরবরাহ ও করে থাকেন।

 


Comments