ভারতবর্ষে ব্রিটিশদের নির্মিত কলকাতার সবচেয়ে প্রাচীনতম ইমারত ফোর্ট উইলিয়াম। এটি তাদের সামরিক শক্তি প্রদর্শনের একটি বড় নিদর্শন।

এই দুর্গটির মাধ্যমেই ভারতবর্ষে ব্রিটিশরা ঘাঁটি গাড়ার প্রক্রিয়া শুরু করে। দুর্গটির অবস্থান হুগলী নদীর পূর্ব তীরে। ৭০.৯ হেক্টর বিস্তৃত এলাকায় ফোর্ট উইলিয়াম রয়েছে দুটি।

একটি ইস্ট ইন্ডিয়া কম্পানির শুরুর দিকে বানানো, যার নির্মাণকাজ শুরু করেন স্যার চার্লস আইয়ার।

জন বিয়ার্ড ১৭০১ সালে ফোর্ট উইলিয়ামের উত্তর-পূর্বাংশের দুর্গপ্রাচীর সংযোজন করেন। ১৭০২ সালে তিনি দুর্গের মধ্য ভাগে বাণিজ্যকুঠি বা ‘গভর্নমেন্ট হাউস’ নির্মাণের কাজ শুরু করেন, যা ১৭০৬ সালে শেষ হয়।

এরপর ইংল্যান্ডের তৃতীয় রাজা উইলিয়ামের সম্মানে দুর্গটির নাম রাখা হয় ফোর্ট উইলিয়াম। ১৯৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দখল করেন এবং ইংরেজদের তাড়িয়ে দেন।

পরে পলাশীর যুদ্ধে ইংরেজরা জয়ী হলে উপমহাদেশে তাদের ভিত মজবুত হতে থাকে। তারা ফোর্ট উইলিয়ামের স্থানে আরেকটি শক্তিশালী দুর্গ স্থাপনের সিদ্ধান্ত নেয়।

১৭৮১ সালের মধ্যে দুর্গটির নির্মাণ কাজ শেষ হয়। দুর্গটিকে আধুনিকায়ন করা হয় আরো প্রায় ১০০ বছর পরে। দেওয়া হয় অষ্টভুজাকৃতির রূপ।

দুর্গে প্রবেশের জন্য রাখা হয় ছয়টি প্রবেশদ্বার। বর্তমানে দুর্গটি ভারতীয় সেনাবাহিনীর দুর্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

 


Comments