বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাটের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে কিছুতেই ভ্যাট নেওয়া যাবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবকিছু থাকবে ভ্যাটের আওতামুক্ত।
গতকাল সোমবার প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ করা হবে বলে ঘোষণা দেন।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ করা হবে।
কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে তারা শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট আদায় করবে, নাকি তারা নিজেরাই দেবে।
আজ রাজধানীর ধানম-িসহ কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা গেটসহ আরো বেশ কয়েকটি জায়গায় বেসকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট আরোপ না করা এবং কোটা সংস্কারের দাবিতে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করেছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি আজকের মতো স্থগিত
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর কুড়িল-বিশ্বরোড, বসুন্ধরা, নর্দা ও প্রগতি সরণি এলাকায় অবস্থান নেয়া বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আজকের মতো অবরোধ স্থগিত করেছে।
শিক্ষার্থীরা এমন ঘোষণা দেয়ার পর বিকেল আনুমানিক ৫টার দিকে ওই এলাকার রাস্তাগুলো যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।
এর আগে আজ সকাল থেকে কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশ করে সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর ধানমন্ডি, বাড্ডা ও নতুন বাজার এলাকায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
মোহাম্মদপুর রামচন্দ্রপুর এলাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে একই দাবিতে আন্দোলন করেন।
রাজধানীর কুড়িল-বিশ্বরোড বসুন্ধরা গেট, নর্দা-প্রগতি সরণি অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওই এলাকায় অবস্থান নিয়েছেন। একই দাবিতে রামপুরায় আন্দোলন করছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসব সড়কে শিক্ষার্থীদের অবরোধের মুখে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।