কিশোরগঞ্জের হোসেনপুরে টাকার বিনিময়ে এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শাহীন আলম নামে অনার্স পড়ুয়া এক ছাত্রকে ২ মাসের জেল দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

বুধবার বিকেলে তাকে এ সাজা দেন।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, হোসেনপুর টেকনিক্যাল এন্ড বিজনেজ মেনেজমেন্ট ইনস্টিটিউট কলেজের বি এম শাখার মোশারফ হোসেন ও রাজন মিয়া নামের দুই পরীক্ষার্থীর পক্ষে হোসেনপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে সকালে অফিস ব্যবস্থাপনা ও বিকেলে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষা দিতে আসে।

একই ব্যক্তি দু’বেলায় পরীক্ষা দিতে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের সন্দেহ হয়।

এ সময় তাকে চ্যালেঞ্জ করা হলে তার মূল রেজিঃ কার্ডের ফটো ও প্রবেশ পত্রের তথ্যাদির সাথে গড়মিল পাওয়ায় তাকে এ সাজা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত শাহীন আলম উপজেলার সিদলা ইউনিয়নের নামা সিদলা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

সে জেলার গুরুদয়াল কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

টাকার বিনিময়ে পরীক্ষায় প্রক্সি দিতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও কেন্দ্র সচিব অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


Comments