বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যিনি চতুর্থবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সোমবার।

পুতিন একজন সাধারণ গোয়েন্দা থেকে ধীরে ধীরে নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। গোয়েন্দা জীবনের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি।

বিশ্ব রাজনীতি পুতিন বেশ প্রভাবশালী ব্যক্তি হলেও বেশির ভাগ সময় চুপচাপ থাকেন তিনি। নিজের লাইফস্টাইলে আছে বিশেষ দৃষ্টি আকর্ষণ।

প্রেসিডেন্ট পুতিন কোনো বিদেশি গাড়ি ব্যবহার করেন না। নিজের দেশে তৈরি লিমুজিন গাড়িতে চলাচল করেন তিনি।

সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানেও তাকে লিমুজিন গাড়িতে করে যেতে দেখা যায়।

গত মার্চ মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ের পর সোমবার তিনি গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে শপথ নেন।

শপথ নেয়ার সময় পুতিন রুশ সংবিধান ছুঁয়ে জনগণের সেবা, তাদের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন।

রাশিয়াকে আরও শক্তিশালী করার ঘোষণা দিল পুতিন

চতুর্থ দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। গত মার্চ মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ের পর সোমবার তিনি গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে শপথ নেন।


শপথ নেয়ার সময় পুতিন রুশ সংবিধান ছুঁয়ে জনগণের সেবা, তাদের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন।

তিনি বলেন, আমি মনে করি রাশিয়ার জন্য সবকিছু করা, এর বর্তমান ও ভবিষ্যতের জন্য কাজ করা আমার দায়িত্ব এবং আমার জীবনের লক্ষ্য। আমি আমার দায়িত্ব সচেতনভাবে অনুভব করি।

শপথ শেষে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য রাশিয়ার জনগণকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা আমাদের পিতৃভূমির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছি। রাষ্ট্রের প্রধান হিসেবে রাশিয়ার উন্নতি ও শক্তি অর্জনের জন্য আমি যতটা পারি তার সবই করার চেষ্টা করব।

রাশিয়ায় তৈরি লিমুজিন গাড়িতে করে শপথ অনুষ্ঠানে যান পুতিন। তিনি সব সময় এ গাড়িই ব্যবহার করে থাকেন। বিদেশ থেকে আমদানি করা গাড়ি ব্যবহার করেন না পুতিন।

গত মার্চ মাসে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চুতুর্থবারের মতো নির্বাচিত হন। তিনি আগামী ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর পুতিন মন্ত্রসিভা গঠনের জন্য দুই সপ্তাহ সময় পাবেন।

এর মধ্যে তিনি রুশ জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার কাছে কোনো এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য প্রস্তাব পাঠাবেন।

দুমা অনুমোদন দিলে নতুন প্রধানমন্ত্রী সরকারের মন্ত্রিসভা গঠনের দায়িত্বপালন করবেন।

 


Comments