মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির অভিবাসন বিভাগ। খবর বিবিসির।


নাজিব ও তার স্ত্রী ছুটিতে দেশের বাইরে ঘুরতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর অভিবাসন বিভাগ শনিবার এই নিষেধাজ্ঞা দেয়। 


নাজিব রাজ্জাক এক টুইট বার্তায় জানান, অভিবাসন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার নোটিশ তিনি পেয়েছেন।

তাকে ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধ করা হয়েছে। 


তবে কি কারণে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা সেটি তাকে জানানো হয়নি বলে টুইট বার্তায় বলেন নাজিব রাজ্জাক। তিনি অভিবাসন বিভাগের এ নির্দেশ মেনে চলবেন বলে জানান তিনি। 

এর আগে, ৬৪ বছর বয়সী নাজিব রাজ্জাক ও তার স্ত্রী রুশমা মানসুর ঘোষণা দেন যে শনিবার তারা পরিবার নিয়ে ছুটি কাটাতে দেশের বাইরে ভ্রমণে যাবেন এবং এক সপ্তাহ পর ফিরে আসবেন। 


নাজিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন ৭০০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

 

গত বুধবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে নাটকীয়ভাবে জয়ী হয় মাহাথিরের জোট পাকাতান হারপান।

সংসদের ২২২ আসনের মধ্যে তার জোট পায় ১২২ আসন। আর সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল পায় ৭৯ আসন। 

 


Comments