মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির ইইই (সান্ধ্যকালীন) বিভাগের ৮ম ব্যাচের ছাত্র মুহাম্মদ ইয়াসিন হোসাইন শুভ’র মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ মে শনিবার বাদ জোহর আশুলিয়ার খাগান এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং নিহত ছাত্র মুহাম্মদ ইয়াসিন হোসাইন শুভর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইইই (সান্ধ্যকালীন) প্রোগ্রামের কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক সায়ীদ ইসলাম, স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম. কোরবান আলী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের প্রধান প্রফেসর ড. এ. জাহান্গির কবির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান আশরাফুল ইসলাম, জিইডি’র কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসেও বাদ জোহর মুহাম্মদ ইয়াসিন হোসাইন শুভ’র মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিল আয়োজন করা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

এতে বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ১১ মে দুপুরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির ইইই (সান্ধ্যকালীন) বিভাগের ৮ম ব্যাচের ছাত্র মুহাম্মদ ইয়াসিন হোসাইন শুভ (২৫) সাভারের খাগান এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ক্লাস শেষে মিরপুরের বাসায় ফিরছিলেন।

পথে মিরপুর বেরিবাঁধের চাটবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

এদিকে শুভ’র অকাল মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি সহপাঠি, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে।

 


Comments