প্রশাসনের হস্তক্ষেপে ভেদরগঞ্জের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের প্রতিবন্ধীরা তাদের পূর্ণাঙ্গ ভাতা ফেরত পেয়েছেন।
বুধবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের উপস্থিতিতে ১৮ প্রতিবন্ধীকে তাদের প্রত্যেককে ৮ হাজার ৪০০ টাকা করে বুঝিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার রমজান আলী মিয়া, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন দর্জি ও ইউনিয়ন পরিষদের সব সদস্য।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মাইনউদ্দিন মাঝির কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে প্রতিবন্ধীদের মাঝে বণ্টন করা হয়েছে। তদন্ত করে এর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

শারীরিক প্রতিবন্ধী সিরাজ মাঝি ও মোহন মোল্যা বলেন, গত বুধবার মিথ্যা কথা বলে সাবেক ইউপি সদস্য মাঈনুদ্দিন মাঝি আমাদের ভাতার টাকা থেকে ৮ হাজার ৪০০ টাকা করে রেখে দিয়েছিলেন।

আমরা যাদের কারণে এ টাকা ফেরত পাইছি তাদের আল্লাহ ভালো রাখুক।

উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ২২ প্রতিবন্ধীকে বকেয়া ভাতাসহ মোট ১৭ হাজার ৪০০ করে প্রদান করেছিল উপজেলা সমাজসেবা অফিস।

ওই সময় সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিন মাঝির বিরুদ্ধে ২২ জন প্রতিবন্ধীর কাছ থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

 


Comments