It Desk
|
May 22,2018
কারো প্রতি ভালোলাগার কারণে প্রেম নিবেদনে মানুষ কত কিছুই না করে৷ তাই বলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে!
এবার এমন হ্যাকিংয়ের সমস্যায় পড়ল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট৷
আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা গেল,'Happy Birthday Pooja. Your love' এমনই শুভেচ্ছা অনেক শিক্ষার্থীর চোখেই নাকি পড়েছে৷
কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়ে গেলেও তা আবার উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।
যদিও জামিয়া মিলিয়া ইসলামিয়ার এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল৷ কেউ কেউ মজা করে বলছেন, 'পূজার তার প্রেমিককে বিয়ে করে নেওয়া উচিত৷'
কেউ আবার এই টেকনিক্যাল প্রেমিকের অভিনব প্রেম নিবেদনে রীতিমতো হতবাক!