তিনি যে 'বাহুবলী', ধামাকা তো হবেই। আর এসব তো প্রভাসের বাঁ হাতের খেল। তবে ঘাবড়ানোর কিছু নেই। কেন না এ যে সিনেমার কারসাজি।
দুবাইয়ে এখন পুরোদমে শুটিং চলছে প্রভাসের নতুন ছবি 'সাহো'র।
পরিচালক সুজিত বিশেষ করে ছবির পারফেকশনের দিকটায় জোর দিচ্ছেন। আর সেখানে যখন প্রভাসের মতো নামজুড়ে গেছে, সে অ্যাকশন সিকুয়েন্সে যে কী হতে চলেছে তা সহজেই বোঝা যায়।
ছোট্ট একটা অ্যাকশন দৃশ্য থেকেই সেটি বোঝা যায়। যে দৃশ্যে ৩৭টি ট্রাক আর ৫টি ট্রাক ক্র্যাশ করানো হয়েছে। আবুধাবিতে শুট হয়েছে সেই দৃশ্যের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভাস জানিয়েছেন, 'সাহো'র ৯০ শতাংশ দৃশ্য আসল। অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্সের (সিজিআই) কারসাজি এই ছবিতে তেমন ভাবে দেখতে পাবেন না দর্শক।
ছবিতে এমন কিছু চমকও রয়েছে যা আগে কখনও দর্শক দেখেননি বলেও জানিয়েছেন প্রভাস।
বিখ্যাত স্টান্ট কোঅর্ডিনেটর কেন্নি বেটস 'সাহো'র অ্যাকশন দৃশ্যগুলোর পরিচালনা করেছেন। এই দৃশ্যগুলো শুট করতে ভারতীয় প্রায় ৯০ কোটি কাছাকাছি খরচ হয়েছে।
সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রভাস বলেছেন, ছবির জন্য কেন্নির সঙ্গে দু'বছর আগে কথা হয়েছিল। আর তারপরেই রেকির জন্য আবুধাবি চলে আসে কেন্নি। আবুধাবি আসামাত্রই লোকেশনগুলোর প্রেমে পড়ে যায় ও। আর এও ঠিক করে যে, অ্যাকশন সিকুয়েন্সেগুলো যতটা সম্ভব আসল রাখা হবে।
'বাহুবলী' ফ্র্যাঞ্চাইজির গগণচুম্বী সাফল্যের পর প্রভাস আবার হাজির 'সাহো' নিয়ে। 'বাহুবলী'র মতো এই ছবিও বিগ বাজেটের।
প্রভাস ছাড়া ছবিতে রয়েছেন শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদি এবং আরও অনেকেই।
হিন্দি, তামিল আর তেলুগু এই তিন ভাষাতেই মুক্তি পাবে এই ছবি।