নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্দিষ্ট তারিখ ও সময়ে নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে।

পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার জন্য সঙ্গে আনতে হবে ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার ফলাফলের ইন্টারনেট প্রিন্ট কপি ও এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।

এছাড়া কালো বলপেন ও প্রয়োজনে বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর আনতে বলা হয়েছে।

অপরদিকে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের প্রাথমিকভাবে শনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত সনদপত্রের ফটোকপি এবং সম্পর্ক প্রমাণের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেটের ফটোকপি আনতে বলা হয়েছে।

যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে, তাদের বিজ্ঞান বিষয়ে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় আবেদন করেছে, তাদের ব্যবসায় শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি :

 


Comments