ভারতের জম্মু-কাশ্মীরে বিক্ষোভ করছিল বিভিন্ন মুসলিম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেখানকার আধাসামরিক বাহিনীর গাড়ি সরাসরিই তুলে দেয়া হয় বিক্ষোভকারীদের ওপর।
শুক্রবার কাশ্মীরের শ্রীনগরে বিক্ষোভের এ ঘটনা ঘটে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে আহত হয় তিন বিক্ষোভকারী।
পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে কাইজার নামে একজনের মৃত্যু হয়।
এ ঘটনা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। উত্তেজনা যাতে বিস্ফোরণ আকার ধারণ না করে এ জন্য শনিবার স্থানীয় দুই সংগঠনের এক নেতা গ্রেফতার ও অন্য নেতাকে গৃহবন্দি করা হয়েছে।
লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান মুহাম্মদ ইয়াসিন মালিককে গ্রেফতার এবং হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে।
কাইজারে মৃত্যুর প্রতিবাদ বিক্ষোভের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষার্থে খানইয়ার, সাফাকদল, নৌহাট্টা, এম আর গঞ্জ, ক্রালখুদ এবং মৈসুমা থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেকেএলএফ-এর এক মুখপাত্র বলেন, পুলিশের একটি দল শনিবার সকালে মৈসুমায় নিজ বাসভবনে গিয়ে ইয়াসিন মালিককে গ্রেফতার করেছে।
অন্যদিকে হুররিয়াতের এক মুখপাত্র বলেন, মীরওয়াইজ ওমর ফারুককে তার বাসভবনে গৃহবন্দি করা হয়েছে।
শনিবার ঐতিহাসিক বদরযুদ্ধের বার্ষিকীতে এক সমাবেশে ভাষণ দেয়ার কথা ছিল মীরওয়াইজ ওমর ফারুকের।