নিয়ন্ত্রণহীন এক মোটরসাইকেল চালককে বাঁচাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঝিনাইদহ রুটের কর্মকর্তা বহনকারী একটি বাস।
সোমবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসচালক এবং হেলপার আহত হয়েছেন বলে জানা গেছে।
তাদের ঝিনাইদহ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন ড্রাইভার তরিকুল ইসলাম ও তার সহযোগী (হেলপার) আনিসুর রহমান বদরুল।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ রুটে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বহনকারী বাস (কুষ্টিয়া স-০০০৪) বিকালের শিফটে যাত্রী নামিয়ে ক্যাম্পাসে ফিরছিল।
বাসটি ঝিনাইদহ-ক্যাম্পাসের মাঝামাঝি ঝিনাইদহ ক্যাডেট কলেজের (শিশুকুঞ্জ স্কুল) সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণহীনভাবে বাসের দিকে দ্রুতগতিতে ছুটে আসতে থাকে।
বড় কোনো দুর্ঘটনা এড়াতে বাসচালক তাৎক্ষণিক গাড়ি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে সামনে থাকা স্পিডব্রেকার মিস করে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম দিক থেকে ছিটকে গিয়ে ডান পাশের এক গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়।
এতে গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে কোনো যাত্রী না থাকায় ড্রাইভার ও হেলপার ছাড়া তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে পরিবহন অফিস কর্মকর্তা জামির হোসেন বলেন, “বাসচালক হাতে, পায়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে ঝিনাইদহে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে ক্যাম্পাস মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া শহরে নেয়া হবে।”