গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার বিকাল সাড়ে চারটার দিকে শাহবাগে গণজাগরন মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তাকে আটক করা হয়।

‘নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ স্লোগানে মাদকবিরোধী অভিযানে বিচারবর্হিভূত হত্যা বন্ধে সমাবেশটির আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে শাহবাগ আসেন ইমরান। পরে পাশে চলা ছাত্র ইউনিয়নের একটি কর্মসূচির দিকে এগিয়ে যান এবং ছাত্র ইউনিয়নের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাড়ে চারটার দিকে সেখানে একটি মাইক্রোবাস উপস্থিত হয়।

মাইক্রোবাস থেকে সাদা পোশাকে র‌্যাবের কয়েকজন সদস্য নেমে ইমরানকে গাড়ি তুলে নিয়ে যায়। পেছনে তখন চারটি র‌্যাবের গাড়ি ছিলো।

এসময় উপস্থিত কয়েকজন বাধা দিলে তাদের মারধর করে র‌্যাব। মারধরে একজন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, আমরা ধরি নাই। র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেন।

এদিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে আটক করা হয়েছে তা জানাননি।

 


Comments