বাংলা (পূর্ণমান : ১০০)

প্রশ্নে নম্বর বিভাজন

♦ সৃজনশীল ও রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহু নির্বাচনী অংশে ৩০ নম্বর বরাদ্দ থাকবে।

♦ প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর ১।

সৃজনশীল ও রচনামূলক অংশ

♦ গদ্য অংশ থেকে ৩টি এবং কবিতা অংশ থেকে ৩টি করে মোট ৬টি সৃজনশীল প্রশ্ন থাকবে।

♦ গদ্য অংশ ও কবিতা অংশ থেকে ২টি করে মোট ৪টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর ১০–৪ = ৪০

♦ সারাংশ ও সারমর্ম থেকে ২টি প্রশ্ন থাকবে। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর ৫

♦ ভাব-সম্প্রসারণ থেকে ২টি প্রশ্ন থাকবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর ৫

♦ পত্র/দরখাস্ত থেকে ২টি প্রশ্ন থাকবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর ৫

♦ ৩টি বিষয়ের মধ্যে যেকোনো ১টি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। নম্বর ১৫।

বহু নির্বাচনী অংশ

♦ গদ্য অংশ থেকে ৮টি, কবিতা অংশ থেকে ৮টি এবং ব্যাকরণ অংশ থেকে ১৪টি করে মোট ৩০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নম্বর ৩০।

 

[ বি. দ্র. : গত বছরের (২০১৭) পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট ১৫০ (১০০+৫০) নম্বর নির্ধারিত ছিল। চলতি বছর (২০১৮) থেকে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে ]

 

English (Total marks 100)

Part-A : Seen part (20)

Reading (MCQ) 7 (1–7)

Gap filling (without clues) 5

Short questions 8 (2–4)

 

Part B : Unseen part (25)

Information transfer (1 text) 5

True/False 5

Cloze test with clues 5 (0.5–10)

Cloze test without clues 5 (1–5)

Matching 5

 

Part-C : Grammar (25)

Speech 5

Punctuation 5

Use of Articles 5

Changing sentences (Voice, Sentences,  Interrogative, Affirmative, Negative, Exclamatory) 5

Suffixes and Prefixes 5

 

Part-D : Writing (30)

Dialogue 10

Paragraph 10

Formal/Informal e-mail 10

 

For load minimising the following chapters will be excluded from the syllabus :

♦ English for Today based paper-1 : Unit 3, Unit 4 and Unit 8

♦ Grammar and composition based paper 2 Grammar items : Degree of comparison, gerund and participle, modals, linking words, summary writing, completing story

 


Comments