ব্যাপক আলোচনা ও সমালোচনার পর অবশেষে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সম্পর্কে সরকারের পক্ষ হতে বিবৃতি দিল একজন মন্ত্রী। বিবৃতিতে দাবী করা হলো প্রবাসীদের আয়ের উপরে করারোপের বিষয়টি সম্পূর্নই গুজব ও অপপ্রচার।

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের টাকার ওপর বাজেটে নতুন করে ভ্যাট-ট্যাক্স আরোপ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যে গুজব ছড়ানো হয়েছে তা সঠিক নয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাস

“প্রবাসী ভাইয়েরা গুজবে কান দেবেন না। এই বাজেটে প্রবাসীদের পাঠানো অর্থের উপর কোন ভ্যাট বা ট্যাক্স আরোপ করা হয়নি। এরকম কোন আলোচনাও কোথাও হয়নি। পরিকল্পিত ভাবে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এটা অবৈধ পথে যারা প্রবাসীদের আয় পাঠানোর ব্যবসা করেন তাদের কাজ হতে পারে, আর সেই সাথে সরকার বিরোধীরা তো রয়েছেই।

দয়া করে প্রবাসীদের মাঝে এই বার্তাটা ছড়িয়ে দিবেন।”

সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাজেট সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কোন একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে এ অপপ্রচার ছড়াচ্ছে।

তারা জানান, প্রবাসীদের পাঠানো অর্থে কোন ধরনের ভ্যাট-ট্যাক্স এখন পরিশোধ করতে হয়না।

কেবল অর্থ পাঠানোর সময় সংশ্লিষ্ট ব্যাংকের প্রযোজ্য হারে চার্জ পরিশোধ করতে হয়।

 

 


Comments