১৯৭০ সালে ৩য় বারের মতো বিশ্বকাপ জয় করে নেয় ব্রাজিল। তৎকালীন নিয়ম অনুযায়ী তাদের স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয় জুলেরিমে ট্রফি। এরফলে প্রয়োজন দেখা দেয় আরেকটি ট্রফির।

১৯৭১ সালে বর্তমান ট্রফিটির নকশা করেন ইতালিয়ান ভাস্কর সিলভিও গাজ্জানিকা। তৎকালীন এর পেছনে খরচ হয়েছিলো ৫০ হাজার মার্কিন ডলার। কিন্তু সময়ের সাথে মহিমা বেড়েছে এই ট্রফির। বেড়েছে আর্থিক মূল্যও।

আজকের বাজারে সোনালি এই ট্রফিটির আর্থিক মূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার। এই দামের সোনা দিয়ে দু’জন মানুষকে আগাগোরা মুড়ে দেবার পরেও কিছু সোনা বাকি থাকবে!

একটি ম্যালাকাইট ভিত্তির উপর এই ট্রফিটি নির্মিত। এর উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার ও ওজন ৬.১ কেজি। এতে ১৮ ক্যারেটের ৫ কেজি স্বর্ণ ব্যবহৃত হয়েছে। এর ম্যালাকাইটে তৈরি ভিত্তিমঞ্চের উচ্চতা ১৩ সেন্টিমিটার।

বর্তমান বাজারদর অনুযায়ী ট্রফিটির শুধু আর্থিকমূল্যই দেড় লাখ মার্কিন ডলার। তবে এই ট্রফিটির আর্থিক মূল্যের বাহিরেও মূল্য রয়েছে। সব মিলিয়ে যা ১ কোটি ডলারের কম নয়।

১৯৭৪ সালে প্রথমবার প্রবর্তনের পর জয় করে নেয় পশ্চিম জার্মানি। এই ট্রফিটি সর্বাধিক তিনবার জিতেছে জার্মানি।

আর্জেন্টিনা, ইতালি আর ব্রাজিল জিতেছে দুইবার করে। স্পেন ও ফ্রান্স জিতেছে ১ বার।



বিশ্বকাপ জয়ী দল এই ট্রফিটির সাথে পায় নগদ আর্থিক পুরস্কারও।

এবারের বিশ্বকাপের মোট আর্থিক পুরস্কার ৪০০ মিলিয়ন ডলার। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৩৮ মিলিয়ন ডলার।

 


Comments