বিরল ঘটনা! ৫৪ বছর বয়সী এক বৃদ্ধার লাশ অজগরের পেট থেকে বের করা হয়েছে। ইন্দোনেশিয়ার মুনা দ্বীপের সুলাওয়েসি উপকূলের একটি গ্রামে বৃহস্পতিবার এ বিরল ঘটনা ঘটে।
ওইদিন সবজির বাগানে গিয়েছিলেন পার্সিয়াপান লওয়েলা গ্রামের বাসিন্দা ওয়া টিবা (৫৪)। রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় খোঁজ-খবর শুরু করেন আত্মীয়-স্বজনরা।
কিন্তু সন্ধান মেলেনি। তখন গ্রামবাসীরা ওই সবজির বাগানে খোঁজাখুঁজি শুরু করেন।
বাগানের মধ্যে একটি জায়গায় প্রথমে বৃদ্ধার চটি মেলে। তার কিছুটা দূরেই কার্যত স্থবির হয়ে পড়েছিল প্রায় ২৩ ফুট লম্বা একটি অজগর। সেটা দেখেই সন্দেহ হয় গ্রামবাসীদের।
সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তারা। তার পেট কাটতেই চক্ষু চড়কগাছ। পেটের মধ্যেই রয়েছে ওয়া টিবার দেহ। অবিকৃত অবস্থায়।
স্থানীয় পুলিশ অফিসার হামকা জানিয়েছেন, শতাধিক গ্রামবাসী মিলে সাপটিকে প্রথমে মেরে ফেলে। তারপর তার পেট কেটে বৃদ্ধার মরদেহ বের করে।
মরদেহটিকে দেখে মনে করা হচ্ছে, প্রথমে মাথার দিক থেকে শুরু করে বৃদ্ধার পুরো দেহটাই উদরস্থ করে অজগরটি। দেহটি ময়নাতদন্তের জন্য দেশটির একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বছর মার্চে সুলাওয়েসি দ্বীপে এমন এক অজগরের খপ্পরে পড়ে প্রাণ হারান একজন।