পবিত্র ঈদুল ফিতরের তিন দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে সরকারি অফিসগুলোর কার্যক্রম শুরু হচ্ছে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম।
এবার ঈদের ছুটি তিনদিন থাকায় দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ পালন করতে যাওয়া অনেকেই সোমবার অফিসে যোগ দিতে পারবেন না। তারা আরও দু’একদিন ছুটি নিয়েছেন।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, দেশের শান্তি-সমৃদ্ধি কামনা
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নামাজ শুরু হয়। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
প্রধান এই জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
এ জামাতে সাধারণ মানুষের পাশাপাশি রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, সুপ্রিমকোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেন। নারীদের জন্য জাতীয় ঈদগাহ ময়দানের দক্ষিণ-পশ্চিম কোণে এ ব্যবস্থা রাখা হয়।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতকে কেন্দ্র করে মাঠের চার দিকে র্যাব-পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও মাঠের বাইরে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপিত রয়েছে।