পুষ্টিগুণে ভরপুর সালাদ প্রায় সকলেরই প্রিয়। তাই বাবা-মায়েরা নিজেদের সন্তানদেরও সালাদ খেতে দেন। কিন্তু সন্তানের যদি সালাদ পছন্দ না হয়? তবুও পুষ্টিগুণের কথা ভেবে বাচ্চাদের জোর করা হয়।

আর এতেই সন্তান পুলিশকে জরুরি নাম্বারে ফোন করে বসে।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে কানাডায়, দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

সালাদ প্রায় সবার পছন্দ হলেও ১২ বছর বয়সী ওই শিশুর তা একেবারেই পছন্দ ছিল না। কিন্তু বাবা-মা সর্বদা সালাদ খেতে চাপ দেয়।

আর এ ‘অপরাধ’-এর কারণে পুলিশে ফোন করে সে।

পুলিশ অবশ্য শিশুটির ফোন পেয়ে সালাদ নিয়ে আলোচনা করতে একটুও রাজি হয়নি। কারণ পুলিশের জরুরি নম্বরটি চোর-ডাকাত ধরার জন্য।

তাই ওই শিশুকে পুলিশ অনুরোধ করে বলেছে চোর-ডাকাত ধরা সংশ্লিষ্ট কোনো বিষয় থাকলে কল করার জন্য।

 


Comments