শিশু সাহিত্যিক ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ভুয়া মৃত্যুর খবর দিয়ে সমালোচনার মুখে তথ্যটি মুছে ফেলেছে উইকিপিডিয়া কর্তৃপক্ষ।
শুক্রবার তথ্যটি মুছে ফেলা হয়।
এর আগে ২ আগস্ট ১১ টা ৩৪ মিনিটে মুহম্মদ জাফর ইকবালের ওই পেইজে লেখা হয়, তার জন্ম ২৩ ডিসেম্বর, ১৯৫২। পাশে মৃত্যু সন ২৯ জুলাই, ২০১৮ লেখা হয়।
যদিও তিনি এখনো বেঁচে আছেন। তবে ইংরেজি উইকিপিডিয়াতে এধরনের তথ্য ছিলো না।
উল্লেখ্য, উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। যে কেউ এখানে লিখতে পারে।
বস্তুনিষ্ঠ উৎস থেকে নেয়া তথ্যগুলোই এখানে স্থান পায়। তবে উৎস ঠিক না থাকলে সেই তথ্য মুছে ফেলা হয়।
কিশোর শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জাফর ইকবালের কোন বক্তব্য না পাওয়ায় ক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। তারা ফেসবুকে বিভিন্ন মন্তব্য করে তাকে নিয়ে।
কেউ কেউ মন্তব্য করে “আজ যদি জাফর ইকবাল স্যার বেঁচে থাকতেন৷ উনিও হয়তো পাশে এসে দাঁড়াতেন।”।
তাদের এই ট্রল থেকেই সম্ভবত উইকিপিডিয়াতে কে উ এডিট করে জাফর ইকবালের মৃত্যু সংবাদ জুড়ে দেয়।