সারা দেশে সমাজসেবা মূলক কাজ করার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আগ্রহী করতে কাজ করে যাচ্ছে, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোক নিশান ফাউন্ডেশন’। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরখানে অবস্থিত কাঁচকুড়া প্রভাতী কে.জি. এন্ড উচ্চ বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে, আলোক নিশান পরিবার। শিশুদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের গুরুত্ব বোঝাতে এই আয়োজন করা হয়।

সাংস্কৃতিক উৎসবে শিক্ষার্থীরা গান,কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা পরিবেশন কোরে পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে তারা। সাংস্কৃতিক উৎসবটি সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১ টায়। অনুষ্ঠান শুরু হয় শিশুদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।

আলোক নিশান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং চ্যানেল টোয়েন্টিফোরের সংবাদ উপস্থাপক ও ব্রডকাস্ট জার্নালিস্ট মো. আশিকুর রহমান তমাল এই কার্যক্রমে উপস্থিত ছিলেন। তিনি জানান,বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে আলোক নিশান ফাউন্ডেশন। অসহায় প্রবীণ, শিশু এবং দুর্যোগ কবলিত মানুষের কল্যাণে কাজ করছে সংগঠনটি। এছাড়া দরিদ্র ও ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা, সহশিক্ষা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সহায়তা প্রদান করছে। আর প্রতিদিনই মুমূর্ষু রোগীকে রক্তদানে সহায়তা করছে সংগঠনের স্বেচ্ছাসেবকরা। প্রতিমাসেই এরকম কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এই কার্যক্রমে অংশিদার হওয়ায় প্রধান পৃষ্টপোষক রংধনু গ্রুপ, কাঁচকুড়া প্রভাতী কে.জি. এন্ড উচ্চ বিদ্যালয় ও অনলাইন পল্লী টিভিকে ধন্যবাদ জানান তিনি।

আলোক নিশান ফাউন্ডেশনের ফেলো এবং রংধনু গ্রুপের ডেপুটি ম্যানেজার হাসিবুল হাসান মিথুন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংধনু গ্রুপ সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তা প্রদান করে থাকে। এরই অংশ হিসেবে তারা আলোক নিশান ফাউন্ডেশনের কার্যক্রমে সহায়তা প্রদান করছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। সমাজের বৃত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করেন তিনি। পাশাপাশি এ ধরণের অনুষ্ঠানে পৃষ্টপোষক হিসেবে পাশে থাকারও আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর সোনীয়া সুলতানা রুনা, কাঁচকুড়া প্রভাতী কে.জি. এন্ড উচ্চ বিদ্যালয়ের সম্মানীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোতালিব।

আমন্ত্রিত অতিথীরা আলোক নিশানের এই কার্যক্রমের প্রশংসা করেন। সংগঠনের সাথে যৌথভাবে কাজ করারও আশা ব্যক্ত করেন তারা। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন, কাঁচকুড়া প্রভাতী কে.জি. এন্ড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০শ শ্রেণীর একাডেমিক প্রধান কাজী শাহজাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোক নিশান ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রশাসন বিভাগের পরিচালক সাহেদ সাব্বির সোহাগ, গবেষণা ও শিক্ষা বিভাগের পরিচালক এনামুল হক মনি, সমাজকল্যাণ বিভাগের পরিচালক মৌসুমী মৌ,সম্মানীয় ফেলো রুমানা ইয়াসমিন, উপপরিচালকদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ফারুক, খাইরুল আলম রেজোয়ান, নিপু করিম, নিশি ইসলাম, পান্না আক্তার, ওসমান গণি তুষার, তুষার শুভ্র, সীমান্ত চৌধুরী, রিফাত প্রিন্স, মাহবুবা ফারিহা, জেরিন তাসনীম হাফসা, সদস্য কাজী ইমাম, সুমন আহমেদ, অন্তুসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় অনেকেই।

এই অনুষ্ঠানে পৃষ্টপোষক হিসেবে ছিলো রংধনু গ্রুপ ও অনলাইন পল্লী টিভি।

 


Comments