জ. হাসান
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত উপাচার্য কাজী আখতার হোসেনের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের চেয়ারম্যান সাইয়েদ কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী। প্রধান অতিথি তার বক্তব্যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও ভাষা শহীদদের অবদান তুলে ধরেন। তিনি তাদের মাগফেরাত কামনা করেন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, সকল ভাষাই আল্লাহর সৃষ্টি। কোন ভাষাকেই অমর্যাদা করা যাবে না।
ভারপ্রাপ্ত উপাচার্য কাজী আখতার হোসেন বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের অন্যতম অর্জন। তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় দিবস সমূহ আরও গুরুত্ব সহকারে পালন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইকবাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভাটিতে সূচনা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জনাব বদরুল হায়দার চৌধুরী। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা ও তথ্যনির্ভর অর্জন তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন ট্রাস্টের সদস্য সচিব এবং উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক সাইয়েদ শহীদুল বারী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক শের মোহাম্মদ, ইসলামী শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুল, বিশিষ্ট কবি অধ্যাপক আব্দুল হাই সিকদার, ইসলামী শিক্ষা বিভাগের প্রবীন অধ্যাপক এম মানসুরুর রহমান।
এছাড়া ও শিক্ষিকাদের মধ্য থেকে আলোচনা রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সাইমুন ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া পারভীন।
ছাত্রদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন শুভ্র দেব।
বক্তাদের আলোচনার মাঝে মাঝে ভাষার গান পরিবেশন করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কালচারাল সোসাইটির সদস্যরা।